অনিয়মে প্লট বরাদ্দের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস রাজউক চেয়ারম্যানের
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার (অব.) জানিয়েছেন, গত ১৫ বছরে অনিয়মের মাধ্যমে যারা প্লট নিয়েছেন, তাদের তথ্য-প্রমাণ প্রদান করলে বিষয়টি যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মাইঝগাঁও মৌজায় আদিবাসীদের বিনামূল্যে খতিয়ান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বর্তমান সরকার হাইকোর্টের নির্দেশে একটি কমিটি গঠন করেছে, যা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দের বিষয়টি তদন্ত করছে। একটি প্লট বরাদ্দ ও রেজিস্ট্রেশন হয়ে গেলে তা বাতিল করতে হলে আদালতের অনুমোদন প্রয়োজন। তাই আপনাদের কাছে থাকা প্রমাণসহ তথ্য উপস্থাপন করুন।”
এ সময় প্লট বঞ্চিতদের ন্যায্য দাবি আদায়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। যারা অনিয়মের মাধ্যমে প্লট নিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজউক দৃঢ়প্রতিজ্ঞ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহাম্মেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামানসহ অনেকে।
পূর্বাচলের ১৭টি মৌজার মধ্যে মাইঝগাঁও মৌজার খতিয়ান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের দীর্ঘদিনের জমি অধিকার ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন।