২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৩, ২৮ নভেম্বর ২০২৪

রূপগঞ্জটা গাজীর বাপের নাকি: দিপু ভুঁইয়া

রূপগঞ্জটা গাজীর বাপের নাকি: দিপু ভুঁইয়া

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক নিজের পরিবারের লোকজন দিয়ে জিম্মি করে রেখেছিল। রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে গোলাম দস্তগীর গাজীর ছেলে পাপ্পা গাজীর শাশুড়িকে বানিয়েছেন। বরপা হাজী নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি করেছেন গাজীর স্ত্রী হাসিনা গাজীকে। ভুলতা স্কুল এন্ড কলেজের সভাপতি করেছেন গাজীর ছেলে পাপ্পা গাজীকে। মনে হয়েছে রূপগঞ্জ গাজীর বাপের সম্পদ। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদল আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু উপরোক্ত কথাগুলো বলেন।   

সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাওন ভুঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম প্রিন্স, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি তারেক, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, সাবেক সহসভাপতি আবুল আজাদ প্রমুখ। 

সভায় সরকারি মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এ সময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কলেজ বাস, শিক্ষকদের জন্য গাড়ি, কলেজের বাউন্ডারী দেওয়াল নির্মাণ, আধুনিক মানের ক্যান্টিন, ছাত্রাবাস নির্মাণে আশ্বস্ত করেন। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়কে আধুনিক মানের গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন দিপু ভুঁইয়া। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সর্বশেষ

জনপ্রিয়