রূপগঞ্জে হামলার শিকার সাংবাদিক, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্রদল নেতা ইয়াসিন মিয়ার বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাহাঙ্গীরের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে তার উপর হামলা চালিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া। হামলাকারীরা সাংবাদিক জাহাঙ্গীরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করে থেঁতলে দিয়েছে।
ইয়াসিন উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকার আবু বক্করের ছেলে।
আহত সাংবাদিক বলেন, ‘ছাত্রদল নেতা ইয়াসিন মিয়ার বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করেছি। সেসব সংবাদ প্রকাশের ফলে তার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ইয়াসিন বিভিন্ন সময় আমাকে হত্যাসহ মামলা ও হামলার হুমকি দিয়ে আসছিল। এর এক পর্যায়ে আজ দুপুরের দিকে ইয়াসিন মিয়ার নেতৃত্বে রাব্বি, ইমনসহ ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাকে অবরুদ্ধ করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ইট দিয়ে আমার শরীরের বিভিন্ন অংশ ও মাথা থেঁতলে দেয়।’
জাহাঙ্গীরের অভিযোগ, তার চিৎকারে এলাকার লোকজন সহযোগিতার জন্য এগিয়ে আসলে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে সেখান থেকে চলে যান ইয়াসিন।
এই ঘটনায় কথা বলতে অভিযুক্ত ছাত্রদল নেতা ইয়াসিন মিয়ার মুঠোফোনের নম্বরে যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বলেন, ‘হামলার বিষয়টি জানতে পেরেছি। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’