২৯ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৮, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:৫২, ২৮ এপ্রিল ২০২৫

নাসিক ৬ নম্বর ওয়ার্ডে গরুর হাট বসানো নিয়ে সংঘর্ষের আশঙ্কা

নাসিক ৬ নম্বর ওয়ার্ডে গরুর হাট বসানো নিয়ে সংঘর্ষের আশঙ্কা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডে মেঘনা ডিপোর মাঠে গরুর হাট বসানোকে কেন্দ্র করে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। বিষয়টি ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, নাসিক ৬ নম্বর ওয়ার্ডের আলোচিত ব্যক্তি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সিরাজ মণ্ডল তার আস্থাভাজন মহানগর শ্রমিকদলের সভাপতি এস. এম. আসলাম এবং যুবদল নেতা আক্তারুজ্জামান মৃধাকে দিয়ে ঈদুল আজহাকে সামনে রেখে গরুর হাট বসানোর চেষ্টা করছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, এক সময়ের বিএনপি নেতা পরিচয়ধারী সিরাজ মণ্ডল বর্তমানে আওয়ামী লীগপন্থি হয়ে কাজ করছেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা এবং হত্যাচেষ্টা মামলার অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা ডিপোর মাঠে গরুর হাট বসালে ডিপোর গাড়িগুলো রাস্তায় রাখা হবে, এতে চলাচলে দুর্ভোগ এবং যানজট বেড়ে যাবে। এ কারণে এলাকাবাসী নাসিক প্রশাসক এ. এইচ. এম কামরুজ্জামানের কাছে মাঠে হাট বসানোর অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, "আমরা কোনোভাবেই আওয়ামী লীগের লোকদের ইন্ধনে গরুর হাট বসতে দেব না। যদি জোর করে হাট বসানোর চেষ্টা করা হয়, তাহলে এর কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।"

এলাকাবাসীর অভিযোগ, সিরাজ মণ্ডল অতীতে বিভিন্ন সময় বহুরূপী সুবিধাবাদী চরিত্র প্রদর্শন করেছেন। কখনো আওয়ামী লীগ নেতা, কখনো বিএনপি নেতা পরিচয় দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করেছেন। অভিযোগ রয়েছে, এক সময় নিজের প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা করেছিলেন।

এছাড়া, পুলিশ কনস্টেবল মফিজ হত্যা মামলার আসামি ছিলেন সিরাজ মণ্ডল। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলা নিষ্পত্তি করে দায়মুক্তি পান বলেও এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে।

স্থানীয়রা মনে করছেন, যেকোনো সময় বড় ধরনের অপ্রতিকর ঘটনা ঘটাতে পারেন। তাই সিরাজ মণ্ডলের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

সর্বশেষ

জনপ্রিয়