বন্দরে মামলা করার জেরে বাদীর স্ত্রী ও শ্যালিকাকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণালংকার চুরির ঘটনায় আদালতে মামলা করার জেরে বাদী পরিবারের সদস্যদের মারধর, কাপড় ছিঁড়ে ফেলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী পক্ষ শনিবার (২৬ এপ্রিল) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানার সোনাকান্দা এলাকার বাসিন্দা ব্যবসায়ী রাহাত মিয়া বন্দর আমিন আবাসিক এলাকার ৪নং গলিতে অখিল মিয়ার ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন। সেখানে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন একই এলাকার লতিফ মিয়ার ছেলে নান্টু মিয়ার স্ত্রী নাজমা বেগম। গত ৮ মাস আগে সরলতার সুযোগ নিয়ে নান্টু মিয়ার প্ররোচনায় গৃহপরিচারিকা নাজমা বেগম রাহাত মিয়ার বাসা থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান।
এ ঘটনায় ব্যবসায়ী রাহাত মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালতে নান্টু মিয়া ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে মামলা (মামলা নং- ৪১/২৫) দায়ের করেন। পরে আসামিরা আদালত থেকে আগাম জামিন নেন।
মামলার পর থেকেই আসামিপক্ষের চাপে রয়েছেন বাদী ও তার পরিবার। অভিযোগ রয়েছে, প্রতারক নান্টু মিয়ার ছেলে শান্ত এবং আরও ৩-৪ জন অজ্ঞাত সন্ত্রাসী বাদীর শ্যালিকা তন্নি (১৩)-কে রাস্তায় যাওয়া-আসার পথে অশ্লীল মন্তব্য ও হুমকি দিয়ে আসছিল। গত ২২ এপ্রিল রাত সাড়ে ১০টায় বন্দর বাজারের লাকি বিউটি পার্লার থেকে ফেরার সময়ও তাকে সুইচগিয়ার প্রদর্শন করে হত্যার হুমকি দেওয়া হয়।
এছাড়া গত শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় আমিন আবাসিক এলাকার ৩নং গলিতে বাদীর স্ত্রী তানিয়াকে রাস্তার মধ্যে মামলা তুলে নিতে চাপ দেয় নান্টু মিয়া। মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে নান্টু মিয়া অকথ্য ভাষায় গালাগাল করে, তানিয়ার জামা-কাপড় টানাহেঁচড়া করে ছিঁড়ে ফেলে এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।