২৭ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৫, ২৬ এপ্রিল ২০২৫

মসজিদ কমিটি গঠনে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

মসজিদ কমিটি গঠনে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর থানার স্বল্পের চক এলাকায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের বন্দর থানা শাখার যুগ্ম আহ্বায়ক সানজিদ আলমের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আলী আসাদ নামে এক তরুণ বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় স্বল্পের চক বাইতুল নুর জামে মসজিদে নতুন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভাকালে সহিদুল ইসলাম ব্যাপারি (৫৫), সানজিদ আলম (৩২), সিয়াম (২১), নয়ন (৪৫), সোহান (১৯) এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জন ব্যক্তি প্রভাব খাটিয়ে জোরপূর্বক কমিটি ঘোষণা করার চেষ্টা করেন। এতে বাধা দিলে মো. আলী আসাদের ওপর হামলা চালানো হয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা আলী আসাদকে টেনে-হিঁচড়ে মসজিদ থেকে বের করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সানজিদ আলম পেছন থেকে পিঠে আঘাত করে গুরুতর আহত করেন। হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা উল্টো ভয়ভীতি প্রদর্শন করে এবং হুমকি দেয়, “বাড়াবাড়ি করলে ক্ষতি করা হবে।”

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়