রূপগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুলতানা কামাল সেতুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার দোয়াইল এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক আবু নাঈম জানান, বিকেলে জাহাঙ্গীর আলমসহ তিনজন মোটরসাইকেলে করে রূপগঞ্জের তারাবো এলাকা থেকে ডেমরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সুলতানা কামাল সেতুতে পৌঁছালে গাউছিয়া এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৮৩৯৯) পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সেতুর রেলিংয়ের সাথে সজোরে আঘাত পান। ঘটনাস্থলেই চালক জাহাঙ্গীর আলম মারা যান।
আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার খবর পেয়ে শিমরাইল ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও (ঢাকা মেট্রো-৯-৬১-০২০৯) জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।