২৭ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৯, ২৬ এপ্রিল ২০২৫

সুমিল পাড়ায় গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কমিটি গঠন

সুমিল পাড়ায় গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কমিটি গঠন

গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার আয়োজনে নারায়ণগঞ্জ মহানগরের ৬ নং ওয়ার্ডের সুমিল পাড়া (বিহারি ক্যাম্প) এলাকায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত সভায় মো. আলামিন হোসেনকে আহ্বায়ক, মো. আব্দুল আজিজকে যুগ্ম আহ্বায়ক এবং মো. রাজাকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সুমিল পাড়া আঞ্চলিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন রেদওয়ান সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, গণসংহতি আন্দোলনের ৭ নম্বর ওয়ার্ড কমিটির নেতা মো. আক্তার, আব্দুল জলিলসহ আরও অনেক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. জিয়াউর রহমান বলেন, “গণসংহতি আন্দোলনের রাজনীতি মানে জনগণের পক্ষে থাকা। আমাদের লড়াই চলমান অগণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচন ব্যবস্থার দুর্বলতা ও বৈষম্য দূরীকরণের জন্য। সুমিল পাড়ার উন্নয়নহীনতা, ময়লা ব্যবস্থাপনার অভাব, মশার উপদ্রব, মাদক সমস্যা এবং বিহারি ক্যাম্পের বাসিন্দাদের দুরবস্থা—এসব সমস্যা সমাধানে নবগঠিত কমিটিকে অগ্রণী ভূমিকা নিতে হবে।”

নবনির্বাচিত আহ্বায়ক মো. আলামিন হোসেন বলেন, “এই দায়িত্ব শুধু পদ নয়, এটি একটি দায়িত্ববোধ, এলাকার মানুষের প্রতি অঙ্গীকার। আমরা জনগণের সঙ্গে থেকে কাজ করব, বিশেষ করে ময়লা ও মশার সমস্যা, মাদকবিরোধী সচেতনতা এবং বিহারি ক্যাম্পের অধিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করব। আমরা সুমিল পাড়াকে একটি সচেতন ও সংগঠিত এলাকায় পরিণত করতে চাই।”

নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মো. আলামিন হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ, সম্পাদক মো. রাজা, সদস্য পদে মো. ভূটু, গোলাম রসুল, মো. খলিল, মো. সিরাজ, মো. আনোয়ার, মো. আসলাম, মো. আরমান, মো. বাদল, মো. মুন্না, মো. হায়দার, আকাশ, মো. ওয়াসিম, মো. শামিম, মরন চান, মো. ফাইজু, মোসা. রানি, আকবরী বেগম, এবং একটি পদ ফাঁকা রাখা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়