২৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪৪, ২৬ এপ্রিল ২০২৫

রূপগঞ্জের চনপাড়ার অপরাধ জগতের ’ডন’ শমসের গ্রেপ্তার

রূপগঞ্জের চনপাড়ার অপরাধ জগতের ’ডন’ শমসের গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া অপরাধ জগতের এক সময়ের নিয়ন্ত্রক ও ইউপি সদস্য শমসের আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় পূর্বাচল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শমসের আলী উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (চনপাড়া) সদস্য এবং চনপাড়া ইউনিয়ন (সাংগঠনিক ইউনিয়ন) আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি চনপাড়া ৩নং গলির মো. হাসমত আলী ওরফে দয়ালের ছেলে।

তার বিরুদ্ধে বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জানা যায়, চনপাড়ার অপরাধ জগতের এক সময়ের একচ্ছত্র নিয়ন্ত্রক সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা 'ডন' বজলুর রহমানের মৃত্যুর পর উপনির্বাচনের মাধ্যমে শমসের আলী ইউপি সদস্য নির্বাচিত হন। তার পর থেকে তিনি চনপাড়ার নিয়ন্ত্রক হয়ে ওঠেন। চনপাড়াসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও নানা অপরাধের সাম্রাজ্য গড়ে তোলেন। এছাড়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে একক আধিপত্য বিস্তার নিয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন। পরে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান শমসের। এ সময় হাতছাড়া হয় তার অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ।  

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী  জানান, শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকা হতে কায়েতপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ও চনপাড়া ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শমসেরকে আটক করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ

জনপ্রিয়