২৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ২৫ এপ্রিল ২০২৫

বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

বন্দরে তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়, তবে কোনও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টায় বন্দরের ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজারে জহিরুল ইসলামের তুলার গোডাউনে এ আগুন লাগে। 

এ ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের মূল কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট। অগ্নিকাণ্ডে গোডাউনের কিছু মালামাল পুড়ে যায়, তবে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

সর্বশেষ

জনপ্রিয়