২৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৩, ২৫ এপ্রিল ২০২৫

আড়াইহাজারে অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আড়াইহাজারে অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক বাবুর্চির বাড়িতে সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৩টার দিকে ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

বাড়ির মালিক মো. রুবেল মিয়া জানান, ঘটনার সময় তিনি গোপালদী পৌরসভার রামচন্দ্রদীতে একটি বিয়েতে ছিলেন। এই সুযোগে ডাকাতরা তার বাড়ির দরজা ভেঙে প্রবেশ করে এবং তার মা, স্ত্রী ও দুই শিশুসন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে ডাকাতরা ১৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণ, ২ ভরি রূপা, দুটি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

রুবেল মিয়ার স্ত্রী বলেন, “ডাকাতির সময় পুরো পরিবার আতঙ্কিত ছিল। ডাকাতরা ঘরের প্রতিটি কোণা তছনছ করে, এমনকি শিশুদের সামনেই অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।”

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুটের মালামাল উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন বলেন, “ডাকাতির খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়