২৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৬, ২৫ এপ্রিল ২০২৫

রূপগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে জমি মালিকদের মানববন্ধন

রূপগঞ্জে ভূমিদস্যুদের বিরুদ্ধে জমি মালিকদের মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে ভূমিদস্যুদের দৌরাত্ম্য, বেআইনিভাবে বালু ভরাট ও পুনর্বাসনহীন উচ্ছেদের প্রতিবাদে ৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার জমি মালিক ও স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার ইছাখালী বাজারে এ কর্মসূচি পালিত হয়। "ভূমিদস্যু নিপাত যাক, কায়েতপাড়াবাসী মুক্তি পাক", "অবৈধভাবে বালুভরাট বন্ধ কর, করতে হবে" স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল আবাসিক প্রকল্পের নামে কায়েতপাড়া ইউনিয়নের দুই ফসলি ও তিন ফসলি জমি অধিগ্রহণ না করেই ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট করছে। অনেক ক্ষেত্রে জমি মালিককে না জানিয়েই এবং কোনো ক্ষতিপূরণ না দিয়ে লাল নিশানা টাঙিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসব কার্যক্রম বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান পরিপন্থী।

তারা আরও বলেন, বসতবাড়ি উচ্ছেদ করে কোনো পুনর্বাসন পরিকল্পনা ছাড়া সাধারণ জনগণকে উচ্ছেদ করে একটি অমানবিক ও অন্যায্য প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। এরই কিছু নজির ইতোমধ্যেই এলাকাবাসীর চোখে ধরা পড়েছে।

মানববন্ধন থেকে কায়েতপাড়াবাসীর পক্ষে বক্তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

জমি মালিকদের ৯ দফা দাবি হলো, জমি না কিনে অবৈধভাবে বালু ভরাট বা রাস্তা নির্মাণ বন্ধ করতে হবে, অবৈধভাবে ভরাট করা জমির ন্যায্যমূল্য ও ক্ষতিপূরণ দিতে হবে, আবাসন প্রকল্প বসতবাড়ির বাইরে স্থাপন করতে হবে, প্রকল্পের সীমানা নির্ধারণ ও ম্যাপ টানানো বাধ্যতামূলক করতে হবে, বসতবাড়ি থেকে কমপক্ষে ১০০০ ফুট দূরে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে, বসতবাড়ির মধ্য দিয়ে রাস্তা করলে ক্ষতিপূরণসহ প্লট বরাদ্দ দিতে হবে, ফসলি জমিতে রাস্তা করলে জমির মূল্য ও ফসলের ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না, প্রকৃত মালিক ও দখলদারের কাছ থেকে জমি কিনতে হবে এবং বসতবাড়ির চেয়ে উঁচু করে বালি ভরাট করা যাবে না।

সর্বশেষ

জনপ্রিয়