২৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩২, ২৫ এপ্রিল ২০২৫

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেখে ফেলায় মনসুর (৩৮) নামের এক পার্টস ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে শীর্ষ ডাকাত সাকিব ও তার সহযোগীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার বাড়ি মজলিস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী মনসুর, হাবিবপুর গ্রামের মৃত সাঈদ বেপারীর ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি পার্টস ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপির কোম্পানীগঞ্জ গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে সাকিব (৩৫), একজন শীর্ষ আন্তঃজেলা ডাকাত ও একাধিক হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক ও মারামারিসহ মামলার আসামি। বৃহস্পতিবার রাতে দেশি-বিদেশি অস্ত্রসহ তার সহযোগীদের নিয়ে বাড়ি মজলিস এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় ব্যবসায়ী মনসুর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাদের দেখে ফেলে এবং উপস্থিতির কারণ জানতে চান। তখন সাকিব ও তার সহযোগীরা ধারালো চাপাতি, ছুরি ও চাইনিজ কুড়াল দিয়ে মনসুরের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এলোপাতাড়ি কোপের আঘাতে রক্তাক্ত মনসুর চিৎকার করতে করতে সড়কে এসে পড়ে গেলে স্থানীয়রা এগিয়ে আসে। এ সময় ডাকাত সাকিব ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ডাকাত সাকিব দীর্ঘদিন ধরে হাবিবপুর, বাড়ি মজলিস, সাদীপুর, টিপরদী, গোহাট্টাসহ মোগরাপাড়া, পিরোজপুর, বৈদ্যেরবাজার, বারদী ইউনিয়ন ও পৌর এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি চালিয়ে আসছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন ডাকাতিতেও সক্রিয় এই চক্র। অস্ত্র হাতে এলাকায় প্রকাশ্যে মহড়া দিলেও ভয়ে কেউ মুখ খোলে না।

এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, "ব্যবসায়ীর উপর হামলার খবর পেয়েছি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। ডাকাত সাকিব একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতারে অভিযান চলছে। কিছুদিন আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল।"

সর্বশেষ

জনপ্রিয়