২৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৮, ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:১৯, ২৫ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৭ খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে ৭ খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ৭ খুন মামলার আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অন্তর্বর্তী সরকার প্রধান ও বিচার বিভাগের প্রতি হত্যাকারীদের দ্রুত বিচারের আহ্বান জানান।

নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন,"আমরা আমাদের স্বজনদের হারিয়ে ১১ বছর পার করেছি। অথচ আজও সুপ্রিম কোর্ট খুনিদের ফাঁসির রায় কার্যকর করেনি। আমি বিচার বিভাগ ও অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আবেদন করছি আমাদের সাতটি পরিবারের কথা চিন্তা করে দ্রুত বিচার কার্যক্রম শেষ করে রায় কার্যকর করা হোক। সাতটি পরিবার আজ অভিভাবক হারিয়ে দিশেহারা।"

নিহত জাহাঙ্গীরের স্ত্রী সামছুন নাহার নুপুর বলেন,"যখন আমার স্বামীকে হত্যা করা হয়, তখন আমি সন্তানসম্ভবা ছিলাম। আজ আমার মেয়ের বয়স ১১ বছর। এখনও সে তার বাবার হত্যার বিচার পায়নি। আমরা অসহায়। প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করুন।"

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার সহযোগীসহ মোট ছয়জন এবং আইনজীবী চন্দন কুমার সরকারকে অপহরণ করা হয়। ঘটনার তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি পৃথক হত্যা মামলা দায়ের করেন।
 

সর্বশেষ

জনপ্রিয়