শীতলক্ষ্যা নদী রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নদী ভাবনা

নারায়ণগঞ্জের কাঁচপুর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে নদী রক্ষায় প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ‘নদী ভাবনা’ কর্মসূচির আয়োজন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কবি জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল খায়ের মুন্সী, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সদস্য জাকির হোসেন ও মোশাররফ হোসেন।
বক্তারা বলেন, “আমাদের যেমন বলা হয় 'মাছে-ভাতে বাঙালি', তেমনি বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। অথচ দখল ও দূষণে দেশের নদ-নদীগুলো আজ মৃত্যু পথে। প্রতিবছরই কমছে নদীর সংখ্যা। শুধু নদী-খালই নয়, আজ দেশও ধ্বংসের মুখে। বাংলাদেশকে রক্ষা করতে হলে নদী রক্ষা করতে হবে। নদ-নদী বাঁচলে তবেই দেশ বাঁচবে।”