২০ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৭, ২০ এপ্রিল ২০২৫

বন্দরে মশার কয়েলের আগুনে পুড়ল আওয়ামী লীগ নেত্রীর বাড়ি

বন্দরে মশার কয়েলের আগুনে পুড়ল আওয়ামী লীগ নেত্রীর বাড়ি

নারায়ণগঞ্জের বন্দরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক আওয়ামী লীগ নেত্রীর বসতবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বসত ঘরের আসবাবপত্রসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে বন্দর থানার ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর পৌরসভা সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ নেত্রী শিমলা সুলতানার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বন্দর থানা পুলিশের একটি দল।

বন্দর ফায়ার সার্ভিস জানায়, “মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করতে সক্ষম হই।”

সর্বশেষ

জনপ্রিয়