রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও চশমা বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবাসহ চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) দিনব্যাপী উপজেলার খাদুন এলাকার চাইল্ড কেয়ার কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
এই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ। সার্বিক সহযোগিতা করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।
চিকিৎসা সেবার আওতায় রোগীদের চোখের ছানি পরীক্ষা, চশমা বিতরণ, ওষুধ সরবরাহ, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরামর্শ প্রদান এবং অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থাপনার পাশাপাশি হাসপাতালে যাতায়াতের ব্যবস্থাও করা হয়। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের মেডিকেল টিমের সদস্য ডা. খালেদ ইরফান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল-আমীন এর সভাপতিত্বে আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তানভীর হাসান মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট আয়নাল হক, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদা, ইসমাইল হোসেনসহ অনেকে।
আয়োজকরা জানান, “বর্তমান বাজার পরিস্থিতিতে দরিদ্র মানুষের পক্ষে সাধারণ চিকিৎসা গ্রহণ করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর মধ্যে চোখের সমস্যায় যারা ভুগছেন, তারা অনেক সময় আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে পারেন না। এই বাস্তবতাকে সামনে রেখে আমরা বিনামূল্যে এই সেবা কার্যক্রম শুরু করেছি।”
তারা আরও জানান, এ কার্যক্রমের আওতায় ইতোমধ্যে কয়েকজনকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে রূপগঞ্জের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকায় এ চক্ষু সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।