তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে বিএনপির সমাবেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চর ইসলামপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় মুছাপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মো. হাবিবুর রহমান দুলাল। তিনি বলেন, “জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই তারেক রহমানের মূল লক্ষ্য। শহীদ জিয়ার আদর্শ আমাদের পথ দেখায়, আর তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো উন্নয়নের রূপরেখা।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মধ্যে একাধিক গ্রুপিং রয়েছে। কিন্তু দলকে ঐক্যবদ্ধ না করে কোনো আন্দোলন সফল করা সম্ভব নয়। তাই বিভক্তি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” একইসঙ্গে তিনি আলহাজ্ব আতাউর রহমান মুকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
মুছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির নেতা মেজবা উদ্দিন স্বপন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হাসানুজ্জামান খোকন, সাবেক সাধারণ সম্পাদক মো. মোসলে উদ্দিন প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাসিক ২৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাফি ও আব্দুর রাজ্জাক, ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী ফখরউদ্দিন ডালিম ও আক্তার হোসেন, ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এসাক আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাব্বার পাঠান ও নেতা নাদিম মাহমুদ, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন, মুছাপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মুছাপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মিছির আলী, বন্দর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দোস্তগীর হোসেন পাভেল, মুছাপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা জামান প্রধান, ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা হিরন বাদশা, টাইগার রশিদ ও সালাম,সহ মুছাপুর ইউনিয়ন বিএনপি ও যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।