বন্দরে রাস্তা ধসে পড়ায় ২৫ হাজার মানুষের চরম ভোগান্তি

নারায়ণগঞ্জের বন্দরে ভারি বর্ষণের সময় বসুন্ধরা সিমেন্টবাহী ট্রাকের অবাধ চলাচলের কারণে ফরাজিকান্দা বাজার সংলগ্ন একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা ধসে পড়েছে। গত বুধবার (১৬ এপ্রিল) রাতে রাস্তাটি ধসে পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষণকালীন সময়ে অতিরিক্ত ওজনের ট্রাক চলাচল এবং নিম্নমানের নির্মাণকাজের কারণে রাস্তাটি মাত্র দুই বছরের মাথায় সরকারি খালের দিকে ধসে পড়ে। এতে করে ফরাজিকান্দা, বালিয়াগাঁও, আলীনগর, পুনাইনগর, ঘারমোড়া, চুনাভূড়া, আলীসারদী, শুভকরদী, কলাগাছিয়া, নিশং, মহনপুর, মাধবপাশা (১ ও ২ নং), কান্দিপাড়াসহ অন্তত ২০-২৫ হাজার মানুষের যাতায়াতে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
কলাগাছিয়া ইউনিয়নের বালিয়াগাঁও এলাকার বাসিন্দা আমির হোসেন জানান, “রাস্তাটি ভেঙে পড়ার কারণে শুধু সাধারণ মানুষ নয়, এসএসসি পরীক্ষার্থীরাও চরম ভোগান্তির মুখে পড়ছে। রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ না থাকায় আমরা বিকল্প পথ ব্যবহার করে শহর ও বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি।”
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা অচিরেই সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে।”