সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউনসহ পুড়ে ছাই ৩ প্রতিষ্ঠান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন, ডেকোরেটরের দোকান ও একটি ওয়েস্টেজ ড্রামের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী আর.কে স্পিনিং মিল সংলগ্ন নতুন সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটরের দোকান এবং আব্দুর রশিদের মালিকানাধীন ঝুটের গোডাউন ও ওয়েস্টেজ ড্রামের গুদামে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেয়। কিছুক্ষণ পর আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. আশিকুর রহমান জানান, “বিকেল সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে তিনটি প্রতিষ্ঠানে আগুন লাগে, যা প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।”
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি বলে জানান তিনি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।