১৯ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৫, ১৬ এপ্রিল ২০২৫

ফতুল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফতুল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২১ বছর আগে আলোচিত কিশোর মুরাদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. মাসুমকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ফতুল্লা থানাধীন তল্লা ছোট মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাসুম ফতুল্লা থানার তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। 

এর আগে গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের আগস্ট মাসে ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকায় মো. মাসুম ও তার সহযোগীরা মিলে কিশোর মুরাদ কে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের পর নিহত মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১০ এপ্রিল আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পাঁচ দিন পর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে মাসুমকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-১১।

সর্বশেষ

জনপ্রিয়