১৯ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩১, ১৫ এপ্রিল ২০২৫

বন্দরে পুলিশ পাহারায় যুবলীগ নেতার সেই হাসপাতালের উদ্বোধন

বন্দরে পুলিশ পাহারায় যুবলীগ নেতার সেই হাসপাতালের উদ্বোধন

নারায়ণগঞ্জের বন্দরে যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের মালিকানাধীন বহুতল ভবনে  ‘মদনপুর স্পেশালাইজড হসপিটাল’ অবশেষে পুলিশ পাহারায় উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে নবনির্মিত হাসপাতালটির উদ্বোধন করেন ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মফিজুর রহমান।

বহুল আলোচিত যুবলীগ নেতা অহিদের এ হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে দাওয়াত কার্ড ছাপানো এবং ফেসবুকে তা ছড়িয়ে দেওয়া হয়। এতে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়, যার ফলে শীর্ষ নেতারা অনুষ্ঠানে উপস্থিত হননি।

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেন, “আমাদের নেতাদের সম্মতি না নিয়েই নাম ব্যবহার করে দাওয়াত কার্ড ছাপানো হয়েছে। এই বিষয়ে আমরা কেউ অবগত ছিলাম না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজমল খাঁন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদের স্ত্রী জোসনা বেগম, শিশু বিশেষজ্ঞ ডা. এম. করিম, মেডিসিন ও লিভার রোগ বিশেষজ্ঞ ডা. রাজ দত্ত, গাইনী বিশেষজ্ঞ ডা. তাহমিনা খাঁন, সমাজসেবক বারেক মেম্বার। 

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, “ভাংচুর ও হামলার আশঙ্কা থাকায় পুলিশ পাহারার ব্যবস্থা নেওয়া হয়।”

সর্বশেষ

জনপ্রিয়