আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট ইসলামপুর এলাকায় জালিয়াতির মাধ্যমে জমি দখলের অভিযোগে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জ আমলী আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে এই পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের নামে থাকা জমি জালিয়াতির মাধ্যমে রেকর্ড করে নেন আব্দুল্লাহহেল বারী। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লিগ্যাল অফিসার মিলন হোসাইন আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে মামলার তদন্ত করে নারায়ণগঞ্জ সিআইডির উপপরিদর্শক মো. মিজানুর রহমান। তদন্তে জমি দখলের অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি গত ১৭ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তা আব্দুল্লাহহেল বারীর স্থায়ী ঠিকানা ঢাকা মেট্রোপলিটন খিলক্ষেত থানায় প্রেরণ করে।
খিলক্ষেত থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “গ্রেপ্তারি পরোয়ানার কপি পেয়েছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহহেল বারীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। পাঠানো ক্ষুদে বার্তারও কোনো উত্তর মেলেনি।