বন্দরে মাদ্রাসা ছাত্র মেহেদী হাসান নিখোঁজ

নারায়ণগঞ্জের বন্দরে নবীগঞ্জ নূর মদিনা মাদ্রাসার শিক্ষার্থী মেহেদী হাসান (১২) নিখোঁজ হয়েছে। সে বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের খানবাড়ি এলাকার আবু কালাম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মহিবুল ইসলাম এর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বন্দর থানাধীন লতিফ হাজী মোড় এলাকা থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় মেহেদী। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় রোববার (১৩ এপ্রিল) দুপুরে মেহেদীর পিতা বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেন।
এ ব্যাপারে বন্দর থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।