১৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৫, ৮ এপ্রিল ২০২৫

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার বিরুদ্ধে

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্রনেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে৷ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা৷

অভিযুক্ত তাকবির আমান (২৪) ছাত্র সংগঠনটির মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক৷ সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী এলাকায় থাকেন তিনি৷ অভিযোগে তার আরও কয়েকজন বন্ধুকে অপরাধের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে৷

অভিযোগে ভুক্তভোগীর বাবা উল্লেখ করেছেন, গত ৭ এপ্রিল বিকেলে বাদী ও তার স্ত্রী ঘরের বাইরে থাকার সময় অভিযুক্ত তাকবির আমান তার বাড়িতে ঢুকে তার কন্যাকে ধর্ষণের চেষ্টা করে৷ পরে তার কন্যার ডাক-চিৎকারে স্থানীয়রা অভিযুক্তকে আটক করলে আমানের বন্ধুরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়৷

বাদী জানান, তার কন্যা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন৷ এক বছর হয়েছে পড়াশোনা ছেড়ে দিয়েছেন৷ স্কুলে যাবার পথেও অভিযুক্ত তার কন্যাকে উত্যক্ত করতেন বলেও অভিযোদ বাদীর৷

এ বিষয়ে কথা বলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির নেতা তাকবির আমানের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি৷

যদিও মহানগর সভাপতি মাহফুজ খান মুঠোফোনে বলেন, “ঘটনাটি যেভাবে অভিযোগে উল্লেখ করা হয়েছে বিষয়টি ঠিক তেমন নয়৷ মেয়ের সাথে ছেলেটির পূর্বপরিচয় ছিল৷ এখানে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও জেনেছি৷ তারপরও পুরো বিষয়টি সঠিকভাবে জানার চেষ্টা করছি আমরা৷”

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন,“অভিযুক্তের সাথে ভুক্তভোগীর পূর্বপরিচয় ছিল৷ প্রেমের সম্পর্কের কথাও শুনছি৷ তবে যেহেতু মেয়ের বয়স অনুর্ধ্ব ১৮, তাই বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি৷ তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷”

সর্বশেষ

জনপ্রিয়