০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৫০, ৩১ মার্চ ২০২৫

শহীদ সুমাইয়ার পরিবারের পাশে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

শহীদ সুমাইয়ার পরিবারের পাশে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে শহীদ হওয়া সুমাইয়া আক্তার-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লায় সুমাইয়ার বাসায় উপস্থিত হন তিনি।

তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ, দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলি, এনসিপি নারায়ণগঞ্জের সংগঠক জোবায়ের হোসেন তামজীদ, ফয়সাল আহমেদ, ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন এবং শহীদ পরিবারের খোঁজখবর নেন। প্রায় ৩০ মিনিট সময় ধরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চলমান মামলার অগ্রগতি সম্পর্কেও অবহিত হন।

এসময় মাহফুজ আলম বলেন, “সুমাইয়ার মতো অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। বর্তমান সরকার এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

গতবছরের ২০ জুলাই বিকেলে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর সময় সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় অবস্থিত নিজ বাসার ছয়তলার বারান্দায় দাঁড়িয়ে আন্দোলনের দৃশ্য দেখছিলেন সুমাইয়া আক্তার। সে সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলি তার মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে সড়কেই তার মৃত্যু হয়। নিহত সুমাইয়ার কোলেই ছিল তার ঘুমন্ত শিশু কন্যা।

সর্বশেষ

জনপ্রিয়