০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৪, ৩০ মার্চ ২০২৫

রূপগঞ্জে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

রূপগঞ্জে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেকার যুবকদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে "আলিফ লাম মীম" নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকায় নিজ বাসভবনে এ কেন্দ্রের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন।

"যুব শক্তি এগিয়ে চলো, কর্মসংস্থানের দ্বার খুলো, মাদকমুক্ত সমাজ গড়ো"—এই স্লোগানকে সামনে রেখে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, ভাষা শিক্ষা, ড্রাইভিং প্রশিক্ষণ, নারীদের সেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন প্রযুক্তিভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধির কোর্স চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বেকারদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিফ লাম মীম ট্রেডিং সেন্টারের সভাপতি আছমা সিদ্দিকী সুবর্ণা, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাছুম মেম্বার, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সানি মিয়া, প্রগতি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি জিজান মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীবসহ আরও অনেকে।

আলিফ লাম মীম ট্রেডিং সেন্টারের প্রশিক্ষক আশিক ইবনে ফারুক, রায়হান শুভ, দেওয়ান মেহেদী, আপিয়া সুলতানা ও হামিদা উপস্থিত থেকে বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়