০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪৫, ৩০ মার্চ ২০২৫

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

সৌদি আরবসহ কতগুলো মুসলিম দেশের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি গ্রামবাসী৷ তারা ঈদুল ফিতরের নামাজও আদায় করেছেন৷

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে নয়টায় ফতুল্লার লামাপাড়া এলাকার শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ঈদ জামাতের আয়োজন করা হয়৷

এতে ইমামতি করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। খুৎবা পাঠ করেন মাওলানা শাহবুদ্দিন এবং মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ একেএম খাইরুল্লাহ।

শাহ চাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম খাইরুল্লাহ বলেন, “আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছে, এবং কোন দিন থেকে রোজা রাখতে হবে সেটাও আল্লাহ নির্ধারন করে দিয়েছে। আমরা নির্ভর সূত্রে জেনেছি, রমরান মাস এসেছে আমরা রোজা রেখেছি৷ আবার জেনেছি শাওয়াল মাসের চাঁদ উঠেছে, সৌদি আরবসহ অনেক মুসল্লিম দেশে ঈদ হচ্ছে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সারা বিশ্বের মুসলিমদের সাথে ঈদ পালন করলাম।”

দেশের বড় একটি মুসলিম জনগোষ্ঠী পৃথিবীর যেকোনো প্রান্তে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে এবং সে প্রান্তে ঈদ উদযাপিত হলে তার সাথে মিল রেখে একত্রে ঈদ উদযাপন করেন৷ গতকাল শনিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ দেখা যাওয়ায় রোববার সৌদি আরবসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশে ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে৷ বাংলাদেশেও নারায়ণগঞ্জ, চাঁদপুর, গাজীপুর ও কুমিল্লাসহ কয়েকটি অঞ্চলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ উদযাপন করেন৷ রোজা রাখার ক্ষেত্রেও তারা একই ধারা বজায় রাখেন৷

শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ বলেন, “আমরা চাঁদ দেখার উপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদ উদযাপন করছে। আমরাও আজকে বাংলাদেশে ঈদ করতে পেরেছি৷ এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই ঈদের দিনে বিশেষ করে নির্যাতিত বিশ্বের সকল মুসলিম ভাইদের জন্য প্রার্থনা করেছি।”

ফতুল্লার এ ঈদ জামাতে অংশগ্রহণ করেন গাজীপুর, কেরানীগঞ্জ, ডেমরার লোকজন৷ এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজারেরও কয়েকটি গ্রামে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ইসলাম ধর্মের উৎসবগুলো পালন করা হয়৷

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।

ঢাকার ডেমরা থেকে ঈদ জামাতে অংশ নিতে নারায়ণগঞ্জে এসেছেন আরেক তরুণ মো. অভি৷

তিনি বলেন, “ডেমরা থেকে ঈদের নামাজ আদায় করতে নতুন জামাকাপড় পরে এসেছি অনেক আনন্দ করবো। অনেক ভালো লাগতাছে।”

ঈদের নামাজ আদায় করে মোনাজাতে আল্লাহর কাছে আসন্ন এসএসসি পপীক্ষায় প্রত্যাশিত ফলাফল পাবার জন্য প্রার্থনা করেছেন বলে জানান আব্দুর সবুর৷

তিনি তার পরিবারের সুস্থতা কামনায়ও দোয়া করেছেন বলে জানান৷

সর্বশেষ

জনপ্রিয়