ফতুল্লা মডেল থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফতুল্লা মডেল থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থানা কম্পাউন্ডে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক মেহেদী, অতিরিক্ত পুলিশ (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে ফতুল্লার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।