ফতুল্লা রোটারি ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রোটারি ক্লাব অব ফতুল্লা নারায়ণগঞ্জের উদ্যোগে গরীব ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টায় ফতুল্লার সস্তাপুর এলাকায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে ৩ শতাধিক অসহায় নারী-পুরুষের মধ্যে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান পিপি মো. আব্দুল মোতালেব। তিনি বলেন, রোটারি ক্লাব সবসময় মানবতার সেবায় কাজ করে আসছে। সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কার্যক্রমের মাধ্যমে আমরা চেষ্টা করি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে। আমাদের উদ্দেশ্য কেবল দান করা নয়, বরং সবাইকে মানবতার সেবায় উৎসাহিত করা।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, সহযোগিতার হাত প্রসারিত করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। রোটারি ক্লাব সবসময়ই এই ধরণের জনকল্যাণমূলক কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে। সমাজের বিত্তবানদেরও উচিত গরীব-দুঃখীদের পাশে দাঁড়ানো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান সিপি কবির হোসেন পারভেজ, প্রেসিডেন্ট আব্দুল কাদির, পাস্ট প্রেসিডেন্ট রহিমা শরীফ মায়া, সদস্য জিসান সুরাইয়া, পাস্ট প্রেসিডেন্ট শহিদুল আলম বাপ্পী, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ বাহাউদ্দিন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, রোটারিয়ান ইঞ্জিনিয়ার হাদিউল ইসলাম, রোটারিয়ান মায়মুনা বিনতে মাহবুবসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা রোটারি ক্লাবের সমাজসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ গরীব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সামাজিক সংহতি ও মানবতার বন্ধনকে আরও দৃঢ় করে।
এ সময় সুবিধাভোগী অনেকে রোটারি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।