০১ এপ্রিল ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২:০১, ২১ মার্চ ২০২৫

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য কাজ করবেন ফতুল্লার আলিফ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য কাজ করবেন ফতুল্লার আলিফ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা ছেলে আলিফ দেওয়ান। তিনি আগামী রবিবার থেকে ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত মানুষের সহায়তার জন্য সহযোগিতা নেয়া শুরু করবেন। এজন্য তিনি একটি বিশেষ ক্যাম্পেইন চালু করতে যাচ্ছেন, যা আগামী রবিবার থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ফিলিস্তিন দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে সাক্ষাৎকালে এই ক্যাম্পেইন চালানোর সিদ্ধান্ত নেন আলিফ দেওয়ান। এসময় তার সাথে দোভাষী ইব্রাহীন বিন হেলাল আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৪ সালের বন্যায় ৬০০০ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। দেশের পাশাপাশি বিদেশেও অগণিত ফ্যান-ফলোয়ার তার ডাকে সাড়া দেন মানুষের দূর্যোগে।

সর্বশেষ

জনপ্রিয়