ফতুল্লায় যুবককে কুপিয়ে জখম, মা-বোনকেও মারধর

ফতুল্লার দাপা রেলস্টেশন এলাকায় মুরিদ শাহিন ও তার সহযোগি সন্ত্রাসীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটতরাজ এবং আল আমিন নামের এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। হামলা থেকে আল আমিনকে বাঁচাতে আসলে তার মা ও বোনকেও মারধর করে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ফতুল্লা থানার রেল স্টেশন ব্যাংক কলোনী এলাকায়।
এ ঘটনায় বুধবার সকালে আল আমিনের স্ত্রী বাদী হয়ে শাহীন (৩০), আল-আমিন (৩৫), রনি (২৫), শুভ (৩৩), ইউসুফ (৩০), হেলাল (২৮) সহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, শাহিন ওরফে মুরিদ শাহিন একজন মাদক ব্যবসায়ী ও পেশাদার অপরাধী। সম্প্রতি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে মাদকসহ আটক করে। সেই ঘটনায় শাহিন জেলা কারাগার থেকে বেরিয়ে আসার পর, তাকে আটক করার সোর্স সন্দেহে মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আল আমিনের বাড়িতে হামলা চালান।
হামলার সময় সন্ত্রাসীরা আল আমিনকে কুপিয়ে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে চাইলে, তার মা, স্ত্রী, বোন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। এছাড়া, ঘরের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় মুরিদ শাহিন ও তার সহঅভিযুক্তরা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।