রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার একটি মুদি দোকানে এ ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
শিশুটির বাবা জানান, তিনি দিনমজুরের কাজ করেন আর শিশুটির মা একটি কারখানায় কর্মরত। তাদের বাসার পাশের একটি মুদি দোকানের মালিক ইব্রাহিম (৫৫) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে খেলতে খেলতে শিশুটি দোকানের সামনে গেলে ইব্রাহিম তাকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।
বিকেলে শিশুটি বিষয়টি পরিবারের কাছে জানায়। পরে স্বজনরা অভিযুক্ত ইব্রাহিমকে খুঁজতে গেলে তাকে পাওয়া যায়নি। এরপর তারা রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন এবং পুলিশের সহযোগিতায় শিশুটিকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই শফিকুল ইসলাম বলেন, রাতে শিশুটির স্বজনরা থানায় আসে। এরপর শারীরিক পরীক্ষার জন্য আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠাই। বর্তমানে সে ওসিসিতে ভর্তি রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সমন্বয়ক ডা সাবিনা ইয়াসমিন বলেন, শিশুটি বর্তমানে সুস্থ আছে, আগামীকাল তার ফরেনসিক পরীক্ষা করা হবে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।