ইসলামী শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা কমিটি ঘোষণা

ইসলামী শ্রমিক আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার প্রধান বাদ জোহর ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানা উত্তর কমিটিতে সভাপতি হাজী আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ। সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণ কমিটিতে সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান।
অনুষ্ঠানে নগর সাধারণ সম্পাদক মোস্তফা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসাইন, জাতীয় শিক্ষক ফোরাম নগর সভাপতি গাজী আলতাফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ উত্তর সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, দক্ষিণ সভাপতি মো. সোহেল প্রধান, যুব আন্দোলন দক্ষিণ সভাপতি মোহাম্মদ সাহেদুর রহমান সাঈদ, শ্রমিক আন্দোলন থানা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা কামাল মাস্টারসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।