ফতুল্লার পাগলায় বায়ুদূষণের অভিযোগে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় বায়ুদূষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১২ মার্চ) পরিচালিত বিশেষ অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে এই জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩) ধারা লঙ্ঘনের দায়ে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা শিল্পবর্জ্য ও ধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণ সৃষ্টি করছিল, যা স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছিল।
অভিযানে পপি এন্ড সন্স, মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ, মেসার্স আব্দুল্লাহ কুদ্দুস এন্ড সন্স, এ. আর. এন্টারপ্রাইজ, এমএস পিয়াস এন্টারপ্রাইজ, আইনতা ব্রিক সেন্টার, তামান্না এন্টারপ্রাইজ, মেসার্স আব্দুল্লাহ রহমান ট্রেডার্স এন্ড ট্রান্সপোর্টকে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং দূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।