সংস্কারের অভাবে ঝুঁকি নিয়েই ত্রিবেনী সেতুতে চলছে যানবাহন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের ত্রিবেনী সেতুর একটি অংশে বড় গর্ত সৃষ্টি হয়েছে৷ সংযোগ সড়কও দেবে গেছে৷ এতে দুর্ঘটনার ঝুঁঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের৷
সরেজমিনে ঘুরে দেখা যায়, ত্রিবেনী এলাকার এ সেতুটি আশেপাশের কয়েকটি সড়কের সংযোগ ঘটিয়েছে৷ সেতু ও সড়কের অংশ ক্ষতিগ্রস্ত হওয়াতে ঝুঁকি নিয়ে সেতুর একপাশ দিয়ে চলাচল করছে যানবাহন৷ গত কয়েকমাস ধরে সেতুটির এ অবস্থা থাকলেও মেরামতের উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন৷
স্থানীয়রা জানান, বছরখানেক আগে এ সড়ক ও সেতুর একটি অংশ কেটে তার নিচ দিয়ে পানি সরবরাহের জন্য লাইন টানা হয়েছিল৷ পরে বালু ও ইটের খোয়া ফেললেও স্থায়ী সমাধান করা হয়নি৷ অল্প সময়ের মধ্যেই বালু ও ইটের খোয়া সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি করেছে৷ এতে এ সড়কে চলাচলকারী লোকজন দুর্ঘটনার শিকার হচ্ছেন৷
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অংশের রাস্তাঘাট ও সেতুর বিষয়ে দেখভালের দায়িত্বে রয়েছেন নির্বাহী প্রকৌশলী এএসএম মশিউর রহমান৷ যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ সেতু ও অ্যাপ্রোচ সড়কের এমন অবস্থা সম্পর্কে জানতাম না৷ তবে বন্দরের বেশ কয়েকটি সড়ক ও সেতুর সংস্কার কাজের জন্য প্রকল্প হাতে নেবার প্রক্রিয়া চলছে৷ এ সেতুটিও তারই অংশ৷ যদিও এ প্রকল্পটি সময়সাপেক্ষ ব্যাপার৷ তবে, অস্থায়ী একটি সমাধান কালকের মধ্যেই করা হবে৷”
তবে, স্থানীয়রা বলছেন, পুনরায় বালু ও ইটের খোয়া ফেলে অস্থায়ী সমাধানে সুফল পাওয়া যাবে না৷ আসন্ন বর্ষা মৌসুমে মুহুর্তের মধ্যে তা সরে গিয়ে পুনরায় আগের রূপে ফিরে যাবে৷ এক্ষেত্রে দ্রুত স্থায়ী সমাধান চান বন্দরবাসী৷