অপহৃত কিশোরীকে দুই মাস আটকে রেখে ধর্ষণ, টাঙ্গাইল থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে অপহৃত ১৬ বছরের এক কিশোরীকে দুই মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইলের মির্জাপুর থেকে ওই কিশোরীকে উদ্ধার করলেও অভিযুক্তরা এখনো পলাতক রয়েছে। পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
ভুক্তভোগী কিশোরীর মা আদালতে অভিযোগ করেন, গত ১১ জানুয়ারি রাত ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানার কুশিয়ারা এলাকা থেকে তার মেয়েকে অপহরণ করা হয়। মামলার এজাহার অনুযায়ী, প্রধান আসামি শওকত হোসেন (৫০) এবং তার স্ত্রী মোছা. সুরিয়া (৩৬) কিশোরীকে পরিকল্পিতভাবে অপহরণ করে টাঙ্গাইলের মির্জাপুর থানার গোরাই এলাকায় নিয়ে যায় এবং সেখানে দুই মাস আটকে রাখে।
এ সময় প্রধান আসামি শওকত হোসেন কিশোরীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
পিবিআই নারায়ণগঞ্জের একটি বিশেষ দল ৯ মার্চ রাত সোয়া ৭টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর থানার গোরাই এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে।
উদ্ধারের সময় অভিযুক্ত শওকত হোসেন ও তার স্ত্রী মোছা. সুরিয়া বাসায় উপস্থিত থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পিবিআই।
উদ্ধারের পর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয় এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য ১০ মার্চ আদালতে হাজির করা হয়।
আদালত তার জবানবন্দি গ্রহণের পর ভিকটিমকে তার মায়ের জিম্মায় দেন।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. মনিরুজ্জামান আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন।