অবৈধ গ্যাস সংযোগ: সেলিম প্রধানের মালিকানাধীন প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সাওঘাট, ভুলতা এবং মুড়াপাড়া এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে 'ক্যাসিনো কাণ্ডে' আলোচিত সেলিম প্রধানের মালিকানাধীন জাপান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেডসহ তিনটি প্রতিষ্ঠানে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া গেলে তা বিচ্ছিন্ন করে জরিমানা করা হয়।
অভিযানে সেলিম প্রধানের মালিকানাধীন জাপান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেডে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ায় ২টি সোর্স পয়েন্ট থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ২টি স্টার বার্নার, ১টি আবাসিক সংযোগ এবং ১টি গিজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, ১৩০ ফুট পাইপ উচ্ছেদপূর্বক জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
একতারা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে অভিযানে ৭টি স্টার বার্নার, ১টি শিক কাবাব বার্নার এবং ১টি তান্দুরি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আল মদিনা রেস্টুরেন্টে পরিচালিত অভিযানে ৪টি স্টার বার্নার, ২টি বার্নার এবং ১টি বার বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১০ ফুট পাইপ উচ্ছেদপূর্বক জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে প্রতিটি অবৈধ গ্যাস সংযোগের সোর্স পয়েন্ট কিলিং ও ক্যাপিং করে পুনরায় সংযোগের পথ বন্ধ করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ বলেন, "অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে গ্যাস ব্যবহার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"