১২ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ফতুল্লায় যুবলীগ নেতা ফাইজুলের ঘনিষ্ঠ সহযোগী আটক

ফতুল্লায় যুবলীগ নেতা ফাইজুলের ঘনিষ্ঠ সহযোগী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যুবলীগ নেতা শাহাদাৎ (৫০) কে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবলীগ নেতা শাহাদাৎ ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকার ফকির চানের ছেলে। তিনি ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক এবং ফতুল্লার পলাতক ইউপি চেয়ারম্যান ফাইজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পতিত সরকারের আমলে নাশকতা করার অভিযোগে শাহাদাৎ বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফতুল্লা থানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। আটক যুবলীগ নেতা বর্তমানে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়