১২ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

নাসিম ওসমান সেতুর নাম মুছে দিল বিক্ষুব্ধ জনতা 

নাসিম ওসমান সেতুর নাম মুছে দিল বিক্ষুব্ধ জনতা 

ওসমান পরিবারের সদস্য প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের নামে করা 'বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু'র নাম মুছে ফেলেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেতুর টোল প্লাজার সামনে জড়ো হয়ে এ সেতুর নাম মুছে ফেলে তারা। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

এ বিষয়ে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল জানান, "দীর্ঘ ১৫ বছর যাবত ওসমান পরিবার ও তাদের সহযোগীদের হাতে বন্দরে অসংখ্য বিএনপি নেতাকর্মী নির্মম নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মী এবং সাধারণ জনগণ 'খুনি শেখ হাসিনার দোসর' নাসিম ওসমান সেতুর নাম মুছে ফেলে।" 

উল্লেখ্য নাসিম ওসমান মেধাবী কিশোর ত্বকী হত্যা মামলার আসামি আজমেরী ওসমানের পিতা। 

সর্বশেষ

জনপ্রিয়