১২ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: পৌনে নয় লাখ টাকা জরিমানা

বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: পৌনে নয় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে তাদের ৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বুধবার (১২ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ.এইচ.এম রাসেদ এবং প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। 

অভিযানে মেসার্স ন্যাশনাল ব্রিকস ও মেসার্স প্রতাবনগর ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটাকে মোট ৮, লাখ ৮০  হাজার টাকা জরিমানা করা হয় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে মেসার্স ন্যাশনাল ব্রিকসকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের ১২০ ফুট উচ্চতার ফিক্সড কিলন এক্সকাভেটরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া, মেসার্স প্রতাবনগর ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।  

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়