ফতুল্লায় জমি দখল ও পত্রিকা অফিস ভাঙচুরের অভিযোগ

ফতুল্লার চাঁনমারিতে জমি দখল করার চেষ্টা ও পত্রিকা অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে রিন্টু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে ওই জমিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং গোডাউন ও সিসি ক্যামেরা, পত্রিকার সাইনবোর্ড ভাঙচুর করার।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, জমিটি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে নিরাপত্তাকর্মী মোতালেব বাধা দিলে তাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। এরপর তারা পত্রিকা অফিসের সিসি ক্যামেরা ও সাইনবোর্ড ভাঙচুর করে, গোডাউনের তালা ভেঙে ভাড়াটিয়ার মালামাল লুট করে।
জমির মালিক তাইজুল ইসলাম রাজীব জানান, এই জমিটি তার বাবা প্রায় তিন দশক আগে কিনেছিলেন এবং তার পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। আজ সকালে এক উপদেষ্টার ভাগ্নে পরিচয়ে রিন্টু বাহিনী জমি দখল করতে আসে। তারা সাইনবোর্ড লাগানোর উদ্দেশ্যে জমিতে প্রবেশ করে, কিন্তু নিরাপত্তাকর্মী বাধা দিলে তাকে মারধর করে এবং অফিসের মালামাল ভাঙচুর করে। রাজীব আরো জানান, গতকাল এক ব্যবসায়ী নেতা তাদের সাথে জমি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই আজ সকালে হামলা চালানো হয়।
দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধ থাকলে আইন আদালত আছে, তবে এভাবে অন্যায়ভাবে জমিতে প্রবেশ করে ভাঙচুর বা লুটপাট করা অগ্রহণযোগ্য। অফিসের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে এবং নিরাপত্তাকর্মীকে মারধর করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, জমি দখলের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি জানান, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।