১২ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বন্দরে সাবেক ছাত্রলীগ নেতা শ্যামল মৃধা গ্রেপ্তার

বন্দরে সাবেক ছাত্রলীগ নেতা শ্যামল মৃধা গ্রেপ্তার

বন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান ওরফে শ্যামল মৃধা (৩৫) গ্রেপ্তার হয়েছেন। তিনি ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃত শ্যামল মৃধা বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত শাহাদাত হোসেন মৃধার ছেলে।

পুলিশ জানায়, শ্যামল মৃধাকে গত বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাতে নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গত ৫ সেপ্টেম্বর বেপারীপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে জহিরুল ইসলাম বন্দর থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ

জনপ্রিয়