আড়াইহাজারে পিকআপ ভ্যানসহ খাদে পড়ে গরু ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গরুবাহী পিকআপ ভ্যান উল্টে খাদে পড়লে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জালাকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুর রাজ্জাকের বাড়ি পাশের উপজেলা রূপগঞ্জে। আহত জুয়েল (৪৫) ও আবুল হোসেন (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, একটি পিকআপ দিয়ে রূপগঞ্জ থেকে আড়াইহাজার উপজেলার বিশনন্দী গরুর হাটের দিকে যাচ্ছিল তিনজন গরু ব্যবসায়ী। জালাকান্দি এলাকায় পথচারীকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং অপর দুইজন আহত হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।