০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আড়াইহাজারে ডাকাতের বাড়িতে অভিযান, আটক ৩

আড়াইহাজারে ডাকাতের বাড়িতে অভিযান, আটক ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতিসহ একাধিক মামলার এক আসামির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে বাড়িতে না পেলেও তিনজনকে আটক করা হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ঝাউগড়া এলাকায় ওই অভিযান চালানো হয় বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

স্থানীয়দের অভিযোগ, ডাকাতি, হত্যা ও মাদকসহ অন্তত ৫টি মামলায় অভিযুক্ত মো. রাকিব নামে ওই ব্যক্তির বাড়িতে ডাকাতির প্রস্তুতি চলছিল। এলাকাবাসীর মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হলে সেখানে পুলিশও এসে উপস্থিত হয়। পরে পুলিশ ও এলাকাবাসী বাড়ির ভেতরে ঢুকে রাকিবকে না পেলেও তার তিন সহযোগীকে সেখানে আটক করে।

আটক ব্যক্তিদের স্থানীয়রা পিটুনিও দেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেন। এতে একজন গুরুতর আহতও হন।

আটক তিনজন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন- উপজেলার সাতগ্রাম ইউনিয়নের মোস্তফা মিয়ার ছেলে হিমেল মিয়া (৩৫), একই এলাকার প্রয়াত আফজালের ছেলে মো. জয়নাল (৩৭) এবং একই ইউনিয়নের টেকপাড়া এলাকার তমিজউদ্দিন মোল্লার ছেলে তামিম মোল্লা (২৭)।

এদের মধ্যে হিমেল ও জয়নালের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং আহত তামিমকে চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।

তিনি বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকার চিহ্নিত ডাকাত রাকিবের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখানে রাকিবকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও মাদকসহ অন্তত ৫টি মামলা রয়েছে। তাকে বাড়িতে না পাওয়া গেলেও সেখানে তিনজনকে পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতে পাঠানো হয়।’

‘মূলত ওই তিনজন রাকিবের বাড়িতে মাদক সেবনের জন্য গিয়েছিল। তাদের বিরুদ্ধে ডাকাতির পূর্ব কোনো অভিযোগ নেই। তারা ওই ঘরে বসা ছিল’, যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়