০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০০:০০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

র‍্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট, অভিযুক্ত গ্রেফতার

র‍্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুট, অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে প্রবাসীদের সর্বস্ব লুটের ঘটনায় জড়িত ডাকাত সদস্য বশির আহমেদ (৫২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাটের মোংলা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ এর সিপিএসসি কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‍্যাব জানায়, গত ১৪ জানুয়ারি দুবাই ফেরত দুই প্রবাসী কুমিল্লায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় ছিনতাইয়ের শিকার হন। ভুয়া র‍্যাব সদস্যরা তাদের হাত, পা ও চোখ বেঁধে প্রায় ২১ লাখ টাকা, মোবাইল ও পাসপোর্ট লুট করে। পরে ভুক্তভোগীরা নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা করেন।

র‍্যাব-১১ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে বশির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

জনপ্রিয়