০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৮, ৩১ জানুয়ারি ২০২৫

বন্দরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

বন্দরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে টাকা ছিনতাই

বন্দর থানার সালেহনগর এলাকার বাসিন্দা পিন্টু মিয়া (৩৩) নামে এক যুবককে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে বেদমভাবে কুপিয়ে নগদ ১ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয় সন্ত্রাসী বাতেন ও শাহাদাতসহ আরও কয়েকজন অভিযুক্ত এই হামলার সাথে জড়িত বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটে বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ামোড়ে। পিন্টু মিয়া অটোগাড়ি চালক হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন এবং তার পুরোনো গাড়িটি বিক্রি করে নতুন গাড়ি কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই উদ্দেশ্যে তিনি এক লাখ ১০ হাজার টাকা নিয়ে বের হন। রাত ১০টার দিকে, বাবুপাড়ামোড়ে আসার পরই সন্ত্রাসী বাহিনী তাকে অতর্কিতভাবে হামলা করে।

হামলাকারীরা পিন্টুকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে এবং তার নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পিন্টুকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

পিন্টু মিয়া জানান, এই হামলার পেছনে একটি পূর্ববিরোধ রয়েছে। তিনি জানান, গত ২২ জানুয়ারি রূপালি বাবুর বিল্ডিংয়ে বিদ্যুৎ ত্রুটির কারণে আগুন লাগলে, বাতেন ও শাহাদাত আগুন নিভাতে সাহায্য করেন। এরপর তারা বাড়িওয়ালার কাছ থেকে ৬৫ হাজার টাকা চাঁদা দাবি করেন, কিন্তু পিন্টুর কারণে তা সম্ভব হয়নি। এরপরই তারা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তার অটোগাড়ি ক্রয়ের নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় পিন্টু মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—বাতেন, শাহাদাত, আব্দুল মতিন, রিপন এবং আরও অজ্ঞাত ৪/৫ জন।

সর্বশেষ

জনপ্রিয়