১৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৩, ১৩ জানুয়ারি ২০২৫

বন্দরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ভিক্ষুক নিহত, চালক আটক

বন্দরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ভিক্ষুক নিহত, চালক আটক

বন্দর উপজেলার কেওঢালাস্থ অভিলাশ সিনেমা হলের সামনে দ্রুতগামী নম্বরবিহীন মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নারী ভিক্ষুক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে রোববার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১২টায়।

নিহত ফিরোজা বেগম বন্দর উপজেলার নেহাল সর্দারবাগ এলাকার মৃত ইউনুছ মিয়ার স্ত্রী। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে দি বারাকা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক মোটরসাইকেল চালক মাসুদ (২১) কে আটক করে। তিনি আড়াইহাজার থানার পাঁচগাঁও চরপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। উত্তেজিত জনতা তাকে পুলিশে সোপর্দ করে।

নিহতের নাতনি নাজনীন বেগম বাদী হয়ে বন্দর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ১৫(১)২৫, ধারা ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮। সোমবার (১৩ জানুয়ারি) পুলিশ আটক চালককে আদালতে প্রেরণ করেছে।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মতিউর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

জানা যায়, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে অভাবের তাড়নায় বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। ঘটনার দিন তিনি ভিক্ষার উদ্দেশ্যে মহাসড়কে গেলে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।

সর্বশেষ

জনপ্রিয়