১৪ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৯, ১৩ জানুয়ারি ২০২৫

দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান শহিদুল ইসলাম টিটুর 

দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান শহিদুল ইসলাম টিটুর 

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত না করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দেওয়ার। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে ফতুল্লার লালখাঁ এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টিটু বলেন, "স্বৈরাচার হাসিনা দীর্ঘ ১৬ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশের বিভিন্ন খাত ধ্বংস করেছেন। অন্তবর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন দেওয়া। ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলে বাংলার জনগণ তা মেনে নেবে না, আন্দোলনে নামতে বাধ্য হবে।"

তিনি আরও বলেন, "বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। তবে এই অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে গৃহবন্দী রেখেছিল এবং চিকিৎসার সুযোগ দেয়নি।"

অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, "দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"

ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধারে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সহ-কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়