ছাত্রদল নেতা রওনকের বাবার ইন্তেকাল
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাইমুর রওনক খানের পিতা আব্দুস সোবহান খান রবিবার (১২ জানুয়ারি) বাদ মাগরিব দেলপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা সোমবার (১৩ জানুয়ারি) দেলপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশ নেন।
জানাজায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সহ আরও অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন। তারা মরহুম আব্দুস সোবহান খানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।